রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি সংক্রান্ত প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা স্থগিতই থাকছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার বিকেল সোয়া ৫টার দিকে সাংবাদিকদের এসব জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ।
এ সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল সোমবার থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের বাসভবনে জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়ে সোয়া ৫টার দিকে শেষ হয়। পরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, পোষ্য কোটাকে কেন্দ্র করে শনিবার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি পাঁচ সদস্যবিশিষ্ট অভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং অন্যটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি। তদন্ত শেষে সংশ্লিষ্ট বডির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
সভায় সহ-উপাচার্যসহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার নিন্দা জানানো হয়। একইসঙ্গে রাকসু নির্বাচন যথাসময়ে আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট পক্ষদের প্রতি আহ্বান জানানো হয়।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শনিবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করে কর্তৃপক্ষ।