দুই বছরের জন্য ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি

দুই বছরের জন্য ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম গত ৩০ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে উপাচার্যকে এ মনোনয়নের বিষয়ে অবহিত করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (President’s Order No. 10 of 1973)-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আগামী ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি ইউজিসির খণ্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

পত্রে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জানিয়ে ইউজিসি কর্তৃপক্ষ কমিশনের কার্যক্রমে তাঁর মূল্যবান পরামর্শ ও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেছে।
মনোনয়ন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য ইউজিসিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। 

তিনি বলেন, "এই মনোনয়ন কেবল আমার জন্য নয়, নজরুল বিশ্ববিদ্যালয় পরিবারের জন্যও একটি বড় অর্জন। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।"

নবীনতর পূর্বতন