পাবিপ্রবির আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে চার বিভাগ

ফুটবলপাবিপ্রবির আন্ত বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে চার বিভাগ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) আয়োজিত আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের চার বিভাগ—গণিত, পদার্থ বিজ্ঞান, ইংরেজি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৭ নভেম্বর সেমিফাইনাল এবং ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

টুর্নামেন্টে মোট ২১টি বিভাগ অংশ নেয়। গ্রুপ পর্বের খেলা শেষে ৮টি দল কোয়ার্টার ফাইনালে ওঠে। কোয়ার্টার ফাইনাল শেষে নির্বাচিত হয় সেমিফাইনালে খেলার জন্য চূড়ান্ত ৪ বিভাগ।

সেমিফাইনালে জায়গা পাওয়া সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের খেলোয়াড় তুষার আহমেদ বলেন, “আমরা এ পর্যন্ত দারুণ খেলেছি। পুরো দল আত্মবিশ্বাসী, এবার আমরা চ্যাম্পিয়ন হয়েই ফিরবো ইনশাআল্লাহ।” তিনি দলের প্রতি সমর্থন ও শুভকামনা জানানোর জন্য সকল ছাত্র-শিক্ষকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

টুর্নামেন্টকে ঘিরে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সমর্থকদের প্রত্যাশা—এবারের আসর আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচ উপহার দেবে।

নবীনতর পূর্বতন