গুচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় থাকবে কি থাকবে না, বিভক্ত শিক্ষক সমিতি

গুচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় থাকবে কি থাকবে না, বিভক্ত শিক্ষক সমিতি

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে দুইভাগে বিভক্ত হয়ে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল শনিবার সংগঠনটির কার্যকরী পরিষদের আয়োজিত সভায় গুচ্ছে থাকা বা না থাকা নিয়ে বিভক্ত হয়ে পড়েন তারা। এতে শিক্ষকদের কেউ কেউ গুচ্ছ পদ্ধতির পক্ষে এবং কেউ কেউ গুচ্ছে না গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে মতামত দেন।


জানা গেছে, শিক্ষক সমিতির সভায় গুচ্ছের বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হতে পারায় শিক্ষকদের থেকে মতামত গ্রহণ করা হয়। এতে সরকারের ইচ্ছে থাকায় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পক্ষে মত দেন ছয়জন শিক্ষক এবং গুচ্ছে না গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পক্ষে মত দেন সাতজন শিক্ষক। তবে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন সংগঠনটির গঠনতন্ত্র মোতাবেক মতামত দেওয়া থেকে বিরত থাকেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মামুনুর রহমানও মতামত দেওয়া থেকে বিরত থাকেন।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মামুনুর রহমান বলেন, ‘গত ২৩ জানুয়ারি শিক্ষক সমিতির সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকেই সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে আজকে (শনিবার) সভায় ৬ জন নিজস্ব পদ্ধতিতে থাকার বিষয়ে নোট অব ডিসেন্ট তথা দ্বিমত পোষণ করেছেন।’

নবীনতর পূর্বতন