দেশে কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে তিন হাজার ৭১৮ আসনের বিপরীতে ৭৫ হাজার ১৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন ২০ জন পরীক্ষার্থী।
বুধবার (২৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভারপ্রাপ্ত উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মো. লুৎফুর রহমান এসব তথ্য জানান।
কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি ৮টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র থাকবে। এছাড়া উপকেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মো. লুৎফুর রহমান বলেন, ‘ভর্তি পরীক্ষা জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের ১১টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়েছে। আশা করছি বিশাল এই কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’
উল্লেখ্য, কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।