খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল করিম ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, 'রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো:রেজাউল করিমকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত করা হলো।'
নিয়োগের শর্ত হিসেবে বলা হয়, 'উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে, উক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।'
ড.মো.রেজাউল করিম স্যার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বিএসসি ডিগ্রী সম্পন্ন করে। এরপর তিনি বুয়েটের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ২০০০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
একই দিনে মহামান্য রাষ্ট্রপতির আরেকটি প্রজ্ঞাপনের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মো: হারুনুর রশিদ খান।