বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত সাংবাদিকদের সংগঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর ২০২৪) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা ড.ইলিয়াস প্রামানিক, সাংবাদিক বিভগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তাবিয়ুর রহমান প্রধান, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড.নজরুল ইসলাম,লোক প্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম,রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো হারুন আল রশীদ,ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইউসুফ শিকদার, ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভগের অধ্যাপক ড. নুর আলম সিদ্দিক সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও
,জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ আলী সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারি সহ সমিতির অন্যান্য সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উপাচার্য বলেন, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও জুলাই বিপ্লবের সত্য তথ্য তুলে ধরা সাংবাদিকরা জাতির কল্যাণে যে সাহসিকতা প্রদর্শন করেছেন, তা দেশের মানুষের জন্য অনুকরণীয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধ্যয়নের পাশাপাশি এক্সট্রা কারিকুলাম হিসেবে ক্যাম্পাস সাংবাদিকতা সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) এর এক দশক পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান উপাচার্য।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান হিমেল বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ইতিহাস বেরোবিসাস। প্রতিষ্ঠা শুরু থেকে নানা ধরণের বাধা অতিক্রম করে আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ১ দশক পূর্তিতে পা দিয়েছে এবং আমরা আজকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সমিতির কার্যালয় পেলাম ।আমাদের এই সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার দশ বছর হলেও এতদিন আমরা সাংবাদিক সমিতির কার্যালয় থেকে বঞ্চিত ছিলাম। আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো:শওকাত আলী স্যারকে ধন্যবাদ জানাই তিনি আমাদের এতদিনের দুর্ভোগের অবসান ঘটিয়েছেন। ক্যাম্পাসের সাথে মিশে থাকা প্রতিটি গল্পকে শব্দ/ভিজুয়াল আকারে তুলে ধরে ক্যাম্পাস সাংবাদিকরা। সাংবাদিকতার দৃঢ় ভিত্তি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে সংগঠনের সকল সদস্যরা। অতীতেও যেমন সমিতির সদস্যরা নিজেদের নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে কাজ করে এসেছে, জাতির বৃহত্তর স্বার্থে আগামীতেও সেভাবেই কাজ করে যাবে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ অক্টোবর ‘তথ্যই শক্তি’ স্লোগান নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যাত্রা শুরু করে। এরপর নানা চড়াই- উতরাই পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করল সংগঠনটি।