ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘Higher Study & Research Opportunities in Australia’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) দুপুর ১টায় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ১০২ নম্বর কক্ষে এই সেমিনারের আয়োজন করে IEEE Islamic University Student Branch ও Students Association of ICT (SAICT)।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিযোগিতামূলক করে তুলতে উচ্চশিক্ষার বিকল্প নেই।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ড. মোহাম্মদ আলী মনি। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটিতে Centre for AI and Digital Health Technology-এর পরিচালক এবং কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি তাঁর শিক্ষা ও গবেষণাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক প্রস্তুতির পরামর্শ দেন।
সেমিনারে সভাপতিত্ব করেন IEEE Islamic University Student Branch-এর কাউন্সিলর ও কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, “বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে হলে এখন থেকেই পরিকল্পিত প্রস্তুতি নিতে হবে এবং গবেষণায় আগ্রহ বাড়াতে হবে।”
সেমিনারে শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও IEEE সদস্য অংশগ্রহণ করেন। সঞ্চালনায় ছিলেন আইসিটি বিভাগের শিক্ষার্থী জয়িতা মোদক ও আবু উবাইদা। আলোচনার শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রসঙ্গত, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত IEEE বিশ্বের ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ পেশাদার সংগঠন। ২০১৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ যাত্রা শুরু করে এবং একই বছর ‘দেশসেরা উদীয়মান ব্রাঞ্চ’ স্বীকৃতি লাভ করে। ২০২৪ সালে সংগঠনটি আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার কর্তৃক ‘দেশসেরা স্টুডেন্ট চ্যাপ্টার’ পুরস্কার অর্জন করে।