এইচএসসির ফলাফলে উচ্ছ্বাস কম, বিশ্ববিদ্যালয় ভর্তিতে বিরূপ প্রভাবের শঙ্কা

এইচএসসির ফলাফলে উচ্ছ্বাস কম, বিশ্ববিদ্যালয় ভর্তিতে বিরূপ প্রভাবের শঙ্কা
এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশের পর রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের চিরচেনা উৎসব নেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা শিক্ষার্থীদের।

এইচএসসি পরীক্ষায় বাতিল হওয়া ৬টি বিষয়ের ফলাফল এসএসসি ও সমমানের ভিত্তিতে হওয়ায় সন্তুষ্ট নন অনেক শিক্ষার্থী। ৭টি পরীক্ষার পর ছাত্র-জনতার আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়লে কয়েক দফায় স্থগিত হয় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

শেখ হাসিনা সরকার পতনের পর বাকি পরীক্ষাগুলো নেয়ার সিদ্ধান্ত হলেও সচিবালয়ে কিছু পরীক্ষার্থীর বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়।

ফল প্রকাশের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিত্র অন্যবছরের তুলনায় অনেকটাই ব্যতিক্রম। পরীক্ষার ফল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নেই উচ্ছ্বাস।

বাতিল হওয়া ৬টি পরীক্ষার ফলাফল এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে প্রকাশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন শিক্ষার্থীরা। পরীক্ষা বাতিল হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে সেগুলোর ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় মোট পরীক্ষার্থী ১৪ লাখের বেশি।
নবীনতর পূর্বতন