রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরোবি দাওয়াহ সোসাইটি উদ্দোগে ২০২৩- ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়েছে।
আজ ২৪ নভেম্বর রবিবার দুপুর ২ ঘটিকায় স্বাধীনতা স্মারক মাঠে বিশ্ববিদ্যালয়ের প্রায় একহাজার নবীন শিক্ষার্থীকে কুরআন ও ফুল দিয়ে বরণ করে নেয়ার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে উচ্চশিক্ষায় আমাদের করণীয়,বর্তমান সময়ে নৈতিকতা রক্ষায় যুবকদের করণীয় সহ বিভিন্ন ক্যারিয়ার বিষয়ক আলোচনা হয়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকেন বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর মোখতার আহমাদ। উক্ত বিশ্ববদ্যালয়ের শিক্ষক তাহা হুসাইন, আব্দুল্লাহ আল মাহবুব সহ অনেকে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোখতার আহমেদ বলেন,"
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনও মাদক দ্রব্য পাওয়া যায়।মাদক দ্রব্য যার জন্য ইবাদত নষ্ট হয় তাকে না বলে দেন। এ বিশ্ববিদ্যালয় যেন আর্দশ প্রচারের দূর্গ হয়,মানুষ বানানোর দূর্গ হয় এ আশা করেন।।আর আমরা যেন একেকজন আবু সাঈদ হই একেকজন আবু সাঈদা হই এ আশা ব্যক্ত করেন।"
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
/সাজ্জাদুর রহমান