অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত মেশিন ইন্টেলিজেন্স শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স

অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত মেশিন ইন্টেলিজেন্স শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স

আবদুল্লাহ আল তৌহিদ, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর (শুক্রবার)। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বারের মতো আয়োজিত এ কনফারেন্সে দেশী-বিদেশী ২১৬ জন গবেষক ৪৬ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। 

আগামী ০৮ নভেম্বর (শুক্রবার) শুরু হয়ে ০৯ নভেম্বর (শনিবার) পর্যন্ত দুই দিন ব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এবং পাঁচটি বিভাগ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) , কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) , ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) , ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) ও পরিসংখ্যান যৌথভাবে এ কনফারেন্স আয়োজন করবেন। 

উক্ত কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। 

কনফারেন্সের বিভিন্ন টেকনিক্যাল ও কীনোট সেশন পরিচালনায় ২২ জন সেশন চেয়ার সহ অর্গানাইজিং কমিটি ও ভলান্টিয়াররা যুক্ত আছেন। কীনোট হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক ও গবেষক প্রফেসর নিকোলা কাসাবভ, প্রফেসর মোহাম্মদ-স্লিম আলুইনি, প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক, প্রফেসর সোজো ইনু , প্রফেসর ড. মোহাম্মদ আলী মনি। 

এছাড়া কনফারেন্সে ওপেনিং সেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য সহ কনফারেন্সের জেনারেল চেয়ার, কো-চেয়ার উপস্হিত থাকবেন। ক্লোজিং সেশনে প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। 

অনুষ্ঠানের ইভেন্টগুলোর মধ্যে থাকবে টেকনিক্যাল সেশন, কীনোট সেশন, গ্রাজুয়েট ফোরাম। কনফারেন্সে টেকনিক্যাল ট্র্যাকস হিসেবে থাকবে এআই অ্যান্ড সফট কম্পিউটিং, স্মার্ট সেন্সিং অ্যান্ড সিকিউরিটি, ইমেজিং অ্যান্ড কম্পিউটার ভিশন। 

কনফারেন্স সেক্রেটারি মো. শাহরিয়ার সেতু বলেন, এইবার কনফারেন্সে মোট ১৬৪ টি পেপারের মধ্যে ৪৬ টি পেপার চুড়ান্তভাবে মনোনীত হয়েছে। কনফারেন্স পেপার গ্রহণযোগ্যতার হার ২৮ শতাংশ। দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সে উপস্থাপনকৃত সব পেপার মেশিন ইন্টেলিজেন্স এবং ইমার্জিং টেকনোলজিস নামে বিখ্যাত আন্তর্জাতিক প্রকাশনীর কার্যপ্রণালী স্প্রিংগার-এর স্কোপাস ইনডেক্সড লেকচার নোটস ইন নেটওয়ার্কস এবং সিস্টেমস এ প্রকাশিত হবে। এমআইইটি ২০২৪ এ ৪১ শতাংশ আন্তর্জাতিক এফিলিয়েটেড পেপার আছে যেখানে ১৪টি দেশের বিভিন্ন গবেষকরা যুক্ত আছেন।

অরগানাইজিং চেয়ার মো. ইফতেখারুল আলম ইফাত বলেন, অরগানাইজিং চেয়ার হিসাবে প্রথমে আমি ধন্যবাদ দিবো পুরো অরগানাইজিং কমিটিকে সবাই খুব সহায়ক ছিল তার সাথে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই। অগ্রণী ব্যাংক, ওয়ান ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংক এবং বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আর্থিক সহযোগীতা করেছে যার কারণে আমরা সুষ্ঠুভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারছি। কনফারেন্সে যে গবেষণাপত্রগুলো উপস্থাপন করা হবে, সেগুলো আন্তর্জাতিক প্রকাশক স্প্রিঞ্জারের লেকচার নোটস ইন নেটওয়ার্কস ও সিস্টেম - এ প্রকাশিত হবে। উল্লেখ্য, এই সিরিজটি স্কোপাস ও ডিবিএলপি ইনডেক্সড, যা মূলত আন্তর্জাতিক গবেষক পরিমন্ডলে এই কনফারেন্সের গ্রহণযোগ্যতা ও ভাবমূর্তি নিশ্চিত করে।
নবীনতর পূর্বতন