গাজায় গণহত্যার প্রতিবাদে মেরিটাইম ইউনিভার্সিটির ক্লাস পরীক্ষা বর্জন



মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি: গাজায় ইসরায়েলি আগ্রাসন ও চলমান ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ৭ এপ্রিল (সোমবার) ডাকা ধর্মঘটের সাথে একাত্মতা পোষণ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ইসলামিক কমিউনিটি। রোববার (৬ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক আহবান "NO Class, No Movement " ধর্মঘটের সাথে শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করেছে এবং এটি আন্তর্জাতিক অঙ্গনের নীরবতার বিরুদ্ধে সুস্পষ্ট প্রতিরোধ।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া আমাদের নৈতিক ও আন্তরিক দায়িত্ব। এমন নিষ্ঠুর হত্যাকান্ড চলাকালীন সময়ে স্বাভাবিক কার্যকলাপ চালিয়ে যাওয়া মানবতা ও মানবাধিকারের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। 

এ সময় শিক্ষার্থীরা ইসরায়েলি ও পশ্চিমা পণ্য বয়কটেরও আহবান করে, সেইসাথে সকল শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি আহবান করে গাজার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণের জন্য।

নবীনতর পূর্বতন