গাজায় গণহত্যার প্রতিবাদে গোবিপ্রবিতে ‘নো ক্লাস’ কর্মসূচি

গোবিপ্রবি প্রতিনিধি
: গাজায় চলমান ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষের হত্যা, দমন ও নিপীড়নের প্রতিবাদে ‘নো ক্লাস, নো ল্যাবস’ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (৬ এপ্রিল) এক জরুরি বিবৃতিতে শিক্ষার্থীরা জানান, ৭ এপ্রিল সোমবার, তারা গ্লোবাল স্ট্রাইক ফর গাজার অংশ হিসেবে কোনো ধরনের ক্লাস, ল্যাব বা একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না। তারা বলেন, “যখন একটি জনগোষ্ঠীকে বোমা, ক্ষুধা ও নির্মূলের মাধ্যমে নিশ্চিহ্ন করা হচ্ছে, তখন নীরব থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। এটি একটি নৈতিক দায়িত্ব।”

বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রেজোয়ানুল হক রাফি বলেন, “ফিলিস্তিনে যা হচ্ছে তা শুধু একটি অঞ্চলের সংকট নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা আমাদের অবস্থান থেকে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচিতে অংশ নিচ্ছি।”

ফার্মেসী বিভাগের শিক্ষার্থী আতিক ফয়সাল বলেন, “পাঠ্যবইয়ের বাইরেও আমাদের দায়িত্ব আছে।যেখানে মানবতা লঙ্ঘিত হয়, সেখানে শিক্ষার্থীদের কণ্ঠই হতে পারে ন্যায়ের পক্ষে সবচেয়ে জোরালো আওয়াজ।”
বিবৃতিতে গোবিপ্রবির শিক্ষার্থীরা জাতিসংঘ, ওআইসি ও বিশ্বের সকল নেতৃবৃন্দকে গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা শিক্ষার্থীদের পর্দার বাইরে এসে একযোগে সংযুক্ত হওয়া, প্রতিবাদ করা, সংগঠিত হওয়া ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীরা আরো বলেছেন , “গণহত্যা শেষ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”

নবীনতর পূর্বতন