রাবিপ্রবি-রামেক প্রীতি ফুটবল ম্যাচে রাবিপ্রবির জয়

রাবিপ্রবি-রামেক প্রীতি ফুটবল ম্যাচে রাবিপ্রবির জয়

রাবিপ্রবি প্রতিনিধিঃ জুলাই শহীদদের স্মরণে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ও রাঙ্গামাটি মেডিকেল কলেজর (রামেক) মধ্যে  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে রাবিপ্রবি ২-০ গোলে বিজয়ী হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৪টায় রাঙ্গামাটি স্টেডিয়ামে রাবিপ্রবি ও রামেকের যৌথ আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা শুরুর পূর্বে খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি রাঙ্গামাটি সদর জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ উদ্দীন শাহ চৌধুরী। এসময় তিনি বলেন, খেলায় হারজিত থাকবে। দিন শেষে আমরা শুধু আনন্দ করার জন্য খেলবো এবং খেলা আয়োজন করায় আয়োজকদের ও দুই দলের খেলায়াড়দের ধন্যবাদ জানান।

প্রথমার্ধে রাবিপ্রবি ১-০ গোলে এগিয়ে থাকে। বিরতির পর রাবিপ্রবি আরো একটি গোল করে ২-০ গোলে জয়লাভ করে। রাবিপ্রবির পক্ষে ২টি গোল করেন দলীয় অধিনায়ক হৃদয় চাকমা। 

খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে রাবিপ্রবি শিক্ষার্থী মোঃ আয়নুল ইসলামের সঞ্চালনায় ও শারীরিক শিক্ষা বিভাগের আহবায়ক খোকনেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. প্রীতি প্রসূন বড়ুয়া। এছাড়াও রাবিপ্রবি ও রামেকের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, রাঙ্গামাটি জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন ও বিভিন্ন ধরণের পারস্পরিক সহযোগিতা বজায় রাখার উদ্দেশ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

রাবিপ্রবির এই জয়ে রাবিপ্রবি দলকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নবীনতর পূর্বতন