আব্দুর রহিম, নোয়াখালী প্রতিনিধি:
স্বেচ্ছায় রক্তদাতা দের সংগঠন ❝বাঁধন❞ নোয়াখালী সরকারি কলেজ শাখার ৯ম বর্ষপূর্তি উদযাপন ও নবীন বরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগষ্ট) সকালে নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসস্থ বাঁধন কার্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষ পূর্তি উদযাপন ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। নোসক বাঁধনের সভাপতি রবিউল ইসলাম রাজিবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সান উল্লাহ ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাজী আসাদুল হক।
অনুষ্ঠানে বক্তারা বাঁধনের বিভিন্ন মানবিক কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন এবং ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি ও স্বেচ্ছায়, বিনামূল্যে রক্তদানের জন্য বাঁধনের স্বেচ্ছাসেবীদের কে ধন্যবাদ জানান। আগামীতে বাঁধনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।