নোয়াখালী সদর উপজেলার ওবাইদিয়া আলিম মাদ্রাসার অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন ধর্মপুর ঊষার আলো’র কমিটি নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত এ নির্বাচনে উপস্থিত সদস্যদের সরাসরি ভোট ও প্রবাসীদের অনলাইন ভোটের মাধ্যমে উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নতুন কমিটি গঠন করা হয়।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান রিফাত।
এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুল ইসলাম,মো. জমির উদ্দিন,মো. জহির,মো. শান্ত মির্জা,মো. হেলাল উদ্দিন
নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ মাওলানা মহিউদ্দীন, নোয়াখালী রেসিডেন্সিয়াল কলেজের উপাধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা ডা. মিরাজুল ইসলাম, উপদেষ্টা আতিক উল্লাহ, উপদেষ্টা মাওলানা মোহাম্মদ ইউসুফ, উপদেষ্টা আবদুল ওয়াদুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে হাফেজ মাওলানা মহিউদ্দীন বলেন, “ধর্মপুর ঊষার আলো প্রতিষ্ঠালগ্ন থেকে মানবসেবা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আশা করি, নতুন কমিটি এই ধারা অব্যাহত রাখবে এবং আরও সক্রিয়ভাবে কাজ করবে।”
উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠিত ধর্মপুর ঊষার আলো দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।