আব্দুর রহিম, নোসক প্রতিনিধি: গাজায় নারী ও শিশু সহ নিরস্ত্র, নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলী বাহিনীর চলমান নৃশংস গণহত্যার প্রতিবাদে ডাকা বিশ্বব্যাপী হরতালের সাথে সংহতি প্রকাশ করেছে নোয়াখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
এক বিবৃতিতে তারা জানান, এই মানবিক সংকট ও অমানবিক হামলার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে প্রতিবাদ জানানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই উপলব্ধি থেকেই আগামীকাল ৭ এপ্রিল (রবিবার) কলেজের সমস্ত ক্লাস, পরীক্ষা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। এবং গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক আদালতের সুদৃষ্টি প্রত্যাশা করছি।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, তারা এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববাসীকে একটি বার্তা দিতে চান—ফিলিস্তিনের মানুষের ওপর এই নির্মম বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশ থেকেও প্রতিবাদ জানানো হচ্ছে এবং মানবতার পক্ষে অবস্থান নেওয়া হচ্ছে।
এ সময় সকল সচেতন শিক্ষার্থী, শিক্ষক, এবং কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা এই কর্মসূচিকে সমর্থন ও সম্মান করেন।
মানবতার পক্ষে, নিপীড়িতের পাশে—এই স্লোগানে আগামীকাল শান্তিপূর্ণভাবে কলেজের কার্যক্রম বন্ধ রেখে এই ঐতিহাসিক হরতালের প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে জানানো হয়েছে।