উপ-উপচার্যের সাথে নোবিপ্রবিসাসের মতবিনিময় সভা

উপ-উপচার্যের সাথে নোবিপ্রবিসাসের মতবিনিময় সভা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপ-উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হকের সাথে সাথে মতবিনিময় সভা  করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)। 

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২:৩০ এ উপ-উপচার্যের কার্যালয়ে নোবিপ্রবিসাসের সভাপতি - সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা সাক্ষাৎ করেন। এসময় উপ-উপাচার্য বরাবর ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ। 

মতবিনিময় সভায় ক্যাম্পাসের চলমান রাজনৈতিক সংকট, ক্লাসরুম এবং ল্যাব সংকট, সেশনজট সমস্যা, হল সমূহে ভর্তুকিসহ নানা বিষয় উঠে আসে। সভায় উপ-উপাচার্য ক্যাম্পাসের গতিশীলতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, এ ক্যাম্পাস সুস্থ ও সুন্দর ভাবে পরিচালনা এবং সার্বিক নিরাপত্তায় সকলের সহযোগিতা লাগবে। সাংবাদিকরা তাদের কাজের মাধ্যমে এটা নিশ্চিত করতে পারেন। তিনি আরো বলেন, স্বাধীন বাংলাদেশে স্বাধীন ভাবে সাংবাদিকতা করতে বাধা নেই। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্যই বর্তমান প্রসাশন কাজ করে যাচ্ছে। প্রসাশনের কোনো ভুল চোখে পড়লে যেন ধরিয়ে দেওয়া হয় সে অনুরোধ ও করেন তিনি। 

এসময় উপ-উপাচার্য নোবিপ্রবিতে শিক্ষা এবং গবেষণায় জোর দেওয়ার কথা জানান। তিনি সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলেন, নোবিপ্রবি একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে অনেক বিভাগে এখনো ল্যাব সংকট। গবেষণায় উন্নতি করতে আমরা যাবতীয় বিষয়ে গুরুত্ব দিবো। এছাড়া শিক্ষকদের পাঠদানকে কিভাবে বিশ্ব মানদণ্ডে নেওয়া যায় আমরা সেদিকেও নজর দিবো। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেকটা অগোছালো দাবি করে উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হবে শিক্ষার পরিবেশবান্ধব। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি প্রাণসঞ্চার থাকবে। দায়িত্বের যায়গা থেকে আমি এই দিকে নজর দেওয়ার চেষ্টা করবো।
নবীনতর পূর্বতন