মাভাবিপ্রবিতে “ধামরাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এমবিএসটউ”-এর নতুন কমিটি

মাভাবিপ্রবিতে “ধামরাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এমবিএসটউ”-এর নতুন কমিটি

সেতু সাহা, মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) “ধামরাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এমবিএসটউ” এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রসায়ন বিভাগের মো. রাকিবুল হাসান সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের ঐশ্বরিয়া রায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (৫ নভেম্বর) ধামরাই উপজেলার সব উপদেষ্টা ও শিক্ষার্থীর সম্মতিক্রমে ধামরাই স্টুডেন্টস এ্যাসোসিয়েশন এর নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী একবছর দায়িত্ব পালন করবে। 

কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি সুমাইয়া আফরিন (শিলা); যুগ্ম সাধারণ সম্পাদক নূসরাত জাহান রিচি; সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক শিপ্র আহমেদ শুভ; অর্থ-সম্পাদক ফারজানা হক বৃষ্টি; দপ্তর সম্পাদক মোঃ জামিল হোসাইন; সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সৌরভ সাহা এবং সমাজকল্যান সম্পাদক মারিয়া খানম । 

নবনির্বাচিত সভাপতি মো. রাকিবুল হাসান বলেন, ধামরাই স্টুডেন্ট অ্যাসোসিয়েশন - এমবিএসটউ এর সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমার জীবনের অন্যতম বড় অর্জন এবং গভীর গৌরবের মুহূর্ত। এই দায়িত্বের মাধ্যমে আমি আমার এলাকার শিক্ষার্থীদের জন্য কাজ করার এবং তাদের সমস্যাগুলো সমাধানে ভূমিকা রাখার এক দুর্দান্ত সুযোগ পেয়েছি।

তিনি আরো বলেন, এটি শুধুমাত্র একটি পদ নয়, এটি আমার জন্য একটি দায়িত্ব এবং দায়বদ্ধতা, যা আমি আন্তরিকভাবে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি, এই সংগঠন ধামরাইয়ের শিক্ষার্থীদের একত্রিত করার পাশাপাশি, তাদের মধ্যে একটি শক্তিশালী সংহতি তৈরি করতে পারবে, যা ভবিষ্যতে আমাদের এলাকাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। সভাপতি হিসেবে আমার মূল লক্ষ্য হবে অ্যাসোসিয়েশনকে এমন একটি প্ল্যাটফর্মে রূপান্তর করা, যেখানে প্রতিটি সদস্য তার সৃজনশীলতা, দক্ষতা এবং প্রতিভা বিকাশে অবদান রাখতে পারবে। আমি আশা করি, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে এই অ্যাসোসিয়েশনকে আরও সমৃদ্ধ, সক্রিয়, এবং সহযোগিতামূলক একটি পরিবেশে পরিণত করব।”

সাধারণ সম্পাদক ঐশ্বরিয়া রায় বলেন, ধামরাই স্টুডেন্ট অ্যাসোসিয়েশন- এমবিএসটউ এর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়াটা নিঃসন্দেহে আমার জন্য গর্বের এবং দায়িত্বের। সবাইকে ধন্যবাদ জানাই আমার উপর আস্থা রাখার জন্য। এই পদে আসীন হওয়া আমার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি একটি বড় দায়িত্ব এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এই আস্থার মূল্য রাখতে। সকলের সমর্থন, পরামর্শ, এবং সহযোগিতার মাধ্যমে আমরা ধামরাই স্টুডেন্ট- অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী এবং কার্যকর একটি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো বলে বিশ্বাস করি।

উল্লেখ্য, স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ধামরাই উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা এবং এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ধামরাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এমবিএসটউ, মাভাবিপ্রবি বিভাগীয় শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতামূল সম্পর্ক বৃদ্ধিই এই সংগঠনের মূল লক্ষ্য।
নবীনতর পূর্বতন