নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের উদ্যোগে আয়োজিত স্পোর্টস উইকের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর (বুধবার) বিভাগের নিজস্ব সংগঠন ‘মার্কেটিং ক্রু’র ব্যবস্থাপনায় এ আয়োজনে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক জনাব কুমার বিশ্বজিৎ সাহা, মাহমুদা আক্তার ও সুমনা আক্তার সুমি। তারা শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের উচ্ছ্বাস ও প্রতিযোগিতামূলক মানসিকতার প্রশংসা করেন এবং বলেন, “স্পোর্টস উইকের মতো আয়োজন শিক্ষার্থীদের মাঝে একতা, পারস্পরিক শ্রদ্ধা ও প্রতিযোগিতার উদ্দীপনা তৈরি করে।”
এই স্পোর্টস উইকে শিক্ষার্থীরা দাবা, লুডো, হাঁড়িভাঙা, গোলক নিক্ষেপ, মারবেল দৌঁড়, কাঁনামাছি, চেয়ার যুদ্ধ, বালিশ যুদ্ধ এবং শর্টপিচ ক্রিকেটসহ নানা মজাদার ও চ্যালেঞ্জিং খেলায় অংশগ্রহণ করে। দাবায় প্রথম স্থান অর্জন করেন ১৭তম ব্যাচের জুনায়েদ হাসান খান প্রান্ত, কাঁনামাছিতে বিজয়ী হন ১৫তম ব্যাচের তামান্না জাহান এবং বালিশ যুদ্ধে মো. রিয়াজ সেরা হন।
এ ছাড়া শর্টপিচ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ‘টিম স্ট্রাটেজি স্ট্রাইকার’ এবং রানার্স আপ হয় ‘টিম ব্র্যান্ড ব্রিগেড’।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান জনাব ড. মো. আব্দুল মোমেন বলেন, ‘স্পোর্টস উইকের মাধ্যমে আমাদের ডিপার্টমেন্টের সবগুলো ব্যাচ মিলিয়ে একটা চমৎকার সম্মিলন ঘটেছে। আমরা বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন গুরত্বপুর্ণ উইংয়ে ভাগ করেছি যাতে সবাই টিমওয়ার্কের মাধ্যমে প্রাণবন্ত ও কার্যকরভাবে বিভিন্ন আয়োজন সফল করতে পারে। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলনের মাধ্যমে আমরা আরও কার্যকরী আয়োজন নিয়ে আশাবাদী।’
আয়োজন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে এই উৎসবমুখর স্পোর্টস উইক তাদের মাঝে আনন্দ ও প্রাণচাঞ্চল্য এনে দেয় এবং তাদের ভেতরের প্রতিযোগিতার মানসিকতা আরও শাণিত করে তোলে।