আইনজীবী হত্যার প্রতিবাদে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ


শাহারিয়া আহমেদ নয়ন: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে সোনারগাঁও ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রীনরোড ক্যাম্পাস থেকে শুরু হয়ে পান্থপথ অভিমুখে সিগন্যাল এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  

শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। স্লোগানে তারা বলেন, “ইসকন তুই জঙ্গী, ফ্যাসিবাদের সঙ্গী,” “সৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না,” এবং“ইসকন হটাও, দেশ বাঁচাও।  

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নয়ন বলেন, আমাদের সহযোদ্ধা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সংখ্যালঘুদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে আওয়ামী ফ্যাসিস্ট সরকার উস্কানি দিচ্ছে। আমরা তাদের ফাঁদে পা দেব না।

আরেক শিক্ষার্থী বলেন, "আমরা সবসময় ৯০% মুসলমানদের দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়ে এসেছি। কিন্তু এই হত্যাকাণ্ড আমাদের ভীষণভাবে আহত করেছে। আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাই।"  

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের হামলায় সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এই হত্যাকাণ্ডের জেরে শিক্ষার্থীরা বুধবার বিক্ষোভে অংশ নেন।  

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা একত্রে হত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি চালু করার ঘোষণা দেন। এ ঘটনায় চট্টগ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন এবং এই হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।  



নবীনতর পূর্বতন