মেরিটাইম প্রতিনিধি: গতকাল (৭ নভেম্বর ২০২৪) বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পালিত হয় বিশ্ববিদ্যালয় দিবস। মূলত ২৬ অক্টোবর মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকি। কিন্তু এবছর কিছু প্রতিকূলতার কারনে ৭ই নভেম্বর মেরিটাইমের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি একটি রাম্য বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে।
বিতর্কের মূল বিষয়বস্তু ছিল - "কে সেরা স্বৈরাচার"। উক্ত বিতর্ক অনুষ্ঠানে মেরিটাইমের নানান ডিপার্ট্মেন্টের শিক্ষার্থীরা মজাদার তর্ক বিতর্কের মাধ্যমে একজন স্বৈরাচারী শাসকের অভিনয় করে প্রমাণ করার চেষ্টা করেন তিনিই সেরা স্বৈরাচারী শাসক।
বিশ্ববিদ্যালয়ের দিবস উপলক্ষে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নানান ক্লাব নানান ধরনের পোগ্রামের আয়োজন করে। যারমধ্যে শিক্ষার্থীদের অন্যতম পছন্দের একটি অনুষ্ঠান এই রাম্য বিতর্ক। উক্ত বিতর্কে ইতিহাসের নানান স্বৈরশাসক সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে বিতর্ক আয়োজন হয়। ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে কিম জং উন কিংবা নরেন্দ্র মোদি অথবা সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়েও মজাদার বিতর্ক পরিবেশন করে মেরিটাইমের ডিবেটিং সোসাইটি।
সম্পূর্ণ অনুষ্ঠানকে সঞ্চালনা করেন মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শুভ।
বিতার্কিকদের নিজেদেরকে সেরা স্বৈরাচারী শাসক প্রমাণের প্রতিযোগিতা সকল শিক্ষার্থীর কাছে বেশ সারা ফেলছিল।