৫ নভেম্বর, বিকাল ৩টায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের গ্রিনরোড ক্যাম্পাসে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে নারী ক্রিকেট দলের গর্বিত দুই সদস্য মুরশিদা খাতুন ও তাজ নেহারকে সম্মানিত করা হয়। এই দুই কৃতি ছাত্রী বাংলাদেশ জাতীয় নারী টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ দেশের প্রতিনিধিত্ব করে বিশ্ববিদ্যালয় এবং জাতির জন্য গৌরব বয়ে এনেছেন।
মুরশিদা খাতুন বাংলাদেশের জাতীয় মহিলা টুয়েন্টি২০ এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পরিচিত। তিনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তাজ নেহার বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের একজন প্রতিভাবান বোলার হিসেবে পরিচিত এবং সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে পড়াশোনা করছেন। তাদের এই অর্জন ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধান অতিথি: প্রফেসর শামীম আরা হাসান, ভাইস চ্যান্সেলর, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়
বিশেষ অতিথি: অধ্যাপক বুলবুল আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত), সোনারগাঁও বিশ্ববিদ্যালয়
বিশেষ অতিথি: অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, কোষাধ্যক্ষ, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়
চেয়ারপারসন: অধ্যাপক মোঃ আল-আমিন মোল্লা, ডিন, ব্যবসায় অনুষদ, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ক্রীড়া বিভাগের পরিচালক মেহরাব হোসেন জোহসি স্বাগত বক্তব্য দেন। তিনি স্পোর্টস ক্লাবের প্রথম উদ্যোগ হিসেবে এই সংবর্ধনার গুরুত্ব তুলে ধরে বলেন, "এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ভবিষ্যতে আমরা শিক্ষার্থীদের জন্য আরও ক্রীড়াবান্ধব কার্যক্রম আয়োজনের পরিকল্পনা করছি, যা তাদের প্রতিভা বিকাশে সহায়ক হবে।
ভাইস চ্যান্সেলর প্রফেসর শামীম আরা হাসান বলেন, "মুরশিদা খাতুন ও তাজ নেহার আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব। তাদের এই অর্জন কেবল আমাদের জন্য নয়, বরং দেশের জন্যও গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।" তিনি তাদের ভবিষ্যতের সাফল্যের জন্য শুভ কামনা জানান।
মুরশিদা খাতুন ও তাজ নেহার তাদের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, "বিশ্ববিদ্যালয়ের এমন সম্মান ও ভালোবাসা পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এটি আমাদের অনুপ্রাণিত করেছে আরও ভালো করার জন্য।" তাদের বক্তব্যে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিরা করতালির মাধ্যমে তাদের সম্মান জানায় এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য তাদের অনুপ্রাণিত করে।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক বুলবুল আহমেদ বলেন মুরশিদা ও তাজের অর্জন আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ। তারা শিক্ষার্থীদের তাদের পথ অনুসরণ করার পরামর্শ দেন।