পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে পুনরায় কঠোর নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৬ নভেম্বর) রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৩ আগস্ট ২০২৪ তারিখে পাবিপ্রবি ক্যাম্পাসকে "রাজনীতিমুক্ত" ঘোষণা করে অফিস আদেশ জারি করা হয়েছিল। সেই আদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন বা পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রতিটি বিভাগ ও দপ্তরে পাঠানো হলেও সম্প্রতি লক্ষ্য করা গেছে, কিছু সংগঠন গোপনে বা প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। প্রজ্ঞাপনে সতর্ক করে বলা হয়েছে, আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে প্রশাসন ।
এর আগে,গত ৩ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাকসুদুর রহমান সুমিত, যুগ্ম-সাধারণ সম্পাদক কাইয়্যুমুল হাসান ও ফারহান আরিফ পাবিপ্রবির ক্যাম্পাসে এসে মুক্তমঞ্চের পাশে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং দলীয় পরিচিতি হিসেবে কিছু বই বিতরণ করেন। এ সময় তারা বিএনপির ‘তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ এবং দলের ‘গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি’ সংবলিত বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
এই ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও অসন্তোষ সৃষ্টি হয়। এর প্রতিবাদে ৪ নভেম্বর দুপুরে শিক্ষার্থীদের একটি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়ালের কাছে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে তারা ক্যাম্পাসের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।