সান্ধ্যকালীন আইন বাতিলের দাবীতে বাকৃবিতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

সান্ধ্যকালীন আইন বাতিলের দাবীতে বাকৃবিতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী শিক্ষার্থীদের হলে প্রবেশে আরোপিত সান্ধ্যকালীন আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে নারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বিক্ষুব্ধ নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থান নেন। এরপর শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

জানা যায়, বিগত রোববার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ টি নারী শিক্ষার্থীদের হলের প্রভোস্ট স্বাক্ষরিত এক সান্ধ্যকালীন নীতিমালা প্রকাশ করা হয়। ওই নীতিমালায় গ্রীষ্মকালীন সময়ে রাত ৮ টার মধ্যে এবং শীতকালীন সময়ে সন্ধ্যা ৭টার মধ্যে হলে প্রবেশের সময়সীমা বেঁধে দেয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

এ বিষয়ে বাকৃবির শিক্ষার্থীরা বলেন, সান্ধ্যকালীন নীতিমালায় বলা হয়েছে সন্ধ্যা ৭ টার মধ্যে মেয়েদের হলে ঢুকতে হবে কিন্তু বাকৃবির কেন্দ্রীয় লাইব্রেরি যেখানে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে সেখানে কিভাবে নারী শিক্ষার্থীরা ওই নীতিমালা পালন করবে। প্রতিনিয়ত ক্যাম্পাসে মেয়েরা হয়রানির শিকার হচ্ছে, সমস্যায় পড়ছে, প্রক্টরিয়াল বডি সেগুলো বন্ধ না করে মেয়েদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে সন্ধ্যা ৭টার মধ্যে তাদের হলে প্রবেশ করতে বাধ্য করছে। 

এ বিষয়ে বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সার্বক্ষণিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। নীতিমালাটি নারী শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই করা হয়েছে, কারও অধিকার বা স্বাধীনতা খর্ব করার জন্য এটি করা হয়নি। লাইব্রেরির সময়ের বিষয়টি প্রশাসন বিবেচনা করে দেখবে। আগামী সপ্তাহের প্রথম দিকে উপাচার্য এ বিষয়ে বৈঠকে বসবেন বলে আমাদের জানিয়েছেন। ওই বৈঠকে প্রতি হল থেকে প্রতিনিধি দল উপস্থিত হয়ে তাদের সমস্যাগুলো জানাতে পারবে। 

নবীনতর পূর্বতন