ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মায়িশা ফওজিয়া মীম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের শুরু করা আন্দোলন ধীরে ধীরে গতি হারাচ্ছে।
মায়িশার অকাল মৃত্যুতে শিক্ষার্থীরা ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি শুরু করে। তারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং বিভিন্ন প্রতিবাদী কার্যক্রমের মাধ্যমে তাদের দাবির প্রতি জোরালো অবস্থান তুলে ধরেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই আন্দোলনের প্রভাব ও শিক্ষার্থীদের অংশগ্রহণ কমতে দেখা যাচ্ছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, কর্তৃপক্ষের উদাসীনতা এবং বিচার প্রক্রিয়ার ধীরগতির কারণে শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ছে। শিক্ষার্থীরা মনে করছেন, এই দীর্ঘসূত্রিতা এবং আইনি প্রক্রিয়ার ধীর গতি তাদের মনোবল ভেঙে দিচ্ছে। অনেক শিক্ষার্থী মনে করছেন, যদি যথাযথ তদন্ত ও দ্রুত বিচার প্রক্রিয়া না চালানো হয়, তবে তাদের দাবি পূরণে এই আন্দোলন ব্যর্থ হতে পারে।
শিক্ষার্থীদের অনলাইন প্লাটফর্ম লিংকার'সে মায়িশা ফওজিয়া মীম হত্যার বিচারের ধীরগতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা সমস্যা দেখা দিয়েছে। বিচারের দীর্ঘসূত্রিতার কারণে শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, যা তাঁদের পারস্পরিক সম্পর্ক ও প্লাটফর্মের মধ্যে মতবিরোধ তৈরি করছে।
বিচারের অগ্রগতির অভাবে অনেকে প্রতিবাদ এবং আন্দোলনের কথা ভাবছেন, আবার কেউ কেউ এ বিষয়ে নিস্ক্রিয় থেকে নিজেদের পড়াশোনা ও মানসিক স্বাস্থ্যে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে একতা ও সহমর্মিতা ক্ষীণ হয়ে যাচ্ছে, যা অনলাইন প্লাটফর্মের পরিবেশকে আরো জটিল করে তুলেছে।