শাহরিয়া আহমেদ নয়ন:
সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল তারুণ্যের অহংকার হিসেবে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ছাব্বির রহমানের নেতৃত্বে রাজধানীর ফার্মগেটের গ্রীন রোড এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য “মানবতার দেয়াল” স্থাপন করা হয়েছে।
উদ্যোগের সময় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাজবীর হোসেন তনয় এবং সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিঃ যুগ্ম আহ্বায়ক রাজু ইসলাম, যুগ্ম আহ্বায়ক কিবরিয়া হোসেন, মাহিদুল ইসলাম সোয়েব, ফয়সাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মাইনুল ইসলাম, সৌরভ হোসেন, জিহাদ হোসেন, সামিম হোসেন, ছিয়াম হোসেন, তানজিবুল আলম পাভেল, তাজুল ইসলাম, তারেক হোসেন, দেবব্রত সরকার ও হাবিব হোসেন।
মানবতার দেয়ালটি মূলত আশ্রয়হীন, অসহায় ও গরিব মানুষদের জন্য সহায়তা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এতে সুবিধাবঞ্চিত মানুষেরা প্রয়োজনীয় পোশাক ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
ছাত্রদলের এই উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ এবং পথচারীরা প্রশংসা করেছেন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান রাখার আহ্বান জানান তারা।