আলফাজ হোসেন আরবি, যবিপ্রবি প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আদ্- দ্বীন চক্ষু হাসপাতাল যশোরের পক্ষ থেকে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ অনুমোদিত প্রধান চিকিৎসক ড: দীপক কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী শনিবার (৭ ডিসেম্বর) বেলা ৯:৩০ থেকে ১০ টা পর্যন্ত ডক্টর এম আর খান মেডিকেল সেন্টারে চক্ষু চিকিৎসা শিবিরটি বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে যাচ্ছে। উক্ত শিবিরে আদ্-দ্বীন চক্ষু হাসপাতাল এর চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ চক্ষু সংক্রান্ত সকল রোগের সেবা প্রদান করবেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের সম্মানিত সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উল্লিখিত তারিখে ডাঃ এম. আর. খান মেডিকেল সেন্টারে এসে আদ্-দ্বীন চক্ষু হাসপাতাল এর ফ্রি চক্ষু শিবির থেকে সেবা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
উল্লেখ্য প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার আদ্-দ্বীন চক্ষু হাসপাতাল এর ফ্রি চক্ষু শিবির চলমান থাকবে। কোন কারনে চক্ষু শিবির অনুষ্ঠিত না হলে সকলকে জানিয়ে দেওয়া হবে।