ভারতে সহকারী হাই-কমিশনে হামলার প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ভারতে সহকারী হাই-কমিশনে হামলার প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ববি প্রতিনিধি: ২রা ডিসেম্বর সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা প্রতিবাদ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের কর্মিরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ক্যাম্পাস চারপাশ প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের কর্মিরা। এসময় বিক্ষোভকারীরা বাংলাদেশ জিন্দাবাদ, ভারতীয় আগ্রাসন মুর্দাবাদ। ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’; ‘ভারতীয় আগ্রাসন নিপাত যাক’; ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও, গোলামি না আজাদি, আজাদি-আজাদি’; জ্বালো রে জালো, আগুন জ্বালো’ প্রভৃতি স্লোগান দেয় ।

ববির ৮ ম ব্যাচ বাংলা বিভাগের আরিফ হোসেইন শান্ত বলেন, একটা সভ্য দেশের মানুষ কখনও অন্য দেশের দূতাবাসে হামলা করতে পারে না। ভারতকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। তারা আমাদের পার্শ্ববর্তী দেশ। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্রের মতো হবে। কোনোভাবেই তাদের সঙ্গে আমাদের রাজা-প্রজার সম্পর্ক হতে পারে না।
 
ববির ১০ ম ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ নুর কাফী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা ছিল আমরা বন্ধু বেশে প্রভু মানব না। দেশের হাই কমিশন কখনো হামলার লক্ষবস্তু হতে পারে না, কিন্তু ভারতীয় উগ্রবাদীরা সেটি মান্য করেনি। এই হামলার দায় ভারত সরকারকে নিতে হবে।

ববি ১১ তম ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ বিভিন্ন উৎসবে ভারতকে ইলিশ দেয়, হিন্দুদের মন্দির পাহারা দেয়। কিন্তু বিনিময়ে ভারত সীমান্তে আমাদের ভাইদের হত্যা করে লাশ উপহার দেয়। যে দেশ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, সেই দেশের সঙ্গে বন্ধুত্ব কখনো সম্ভব নয়।

ববি ১২ তম ব্যাচের মার্কেটিং তাহমিদ হক মামুন, আমরা দেখতে পাই, ৫ আগস্টের পর স্বৈরাচারী সরকার বিদায় নেওয়ার পর, ভারত সরকার বিভিন্ন গুজব ছড়িয়ে নানা অপকর্ম চালানোর চেষ্টা করছে। তারা দেশের ভেতরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। আজকের যে হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। তবে পরবর্তীতে যদি আবার এমন হামলা হয়, আমরা এর পাল্টা জবাব দেব।
এ সময় উপস্থিত ছিলেন 
আজমাইন সাকিব , মাহমুদ ইমরান,মো: আব্দুল্লাহ নূর কাফি,জিয়াদুর রহমান, মো: রিফাত মাহমুদ, মো: সাজ্জাদ হোসেন,মো: মিরাজ,মো: হাবিবুর রহমান,মো: সাকিব মিয়া , তাহমিদ হক মামুন, এনায়েত, সায়মন,রতন,তপু আহমেদ
প্রমুখ।
নবীনতর পূর্বতন