বাকৃবিতে ৯ ডিসেম্বর নবান্ন উৎসবের আয়োজন করবে 'টিম উৎসব'

বাকৃবিতে ৯ ডিসেম্বর নবান্ন উৎসবের আয়োজন করবে 'টিম উৎসব'
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি:
নবান্নের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দ্বিতীয়বারের মতো 'টিম উৎসব'-এর উদ্যোগে আগামী সোমবার (৯ নভেম্বর) আয়োজিত হতে যাচ্ছে "নবারুণে নবান্ন ১৪৩১"।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ আয়োজনের ব্যাপারে নিশ্চিত করেন 'টিম উৎসব'-এর সাংগঠনিক সম্পাদক রাফসান জানি।

এবারের নবান্ন অনুষ্ঠানে- ক্যামেরায় নবান্ন ও তুলিতে নবান্ন'র আয়োজন করা হবে। বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও থাকবে।  অনুষ্ঠানটির গিফট স্পন্সর হিসেবে থাকছে  আরবান ফারমার্স, ইউনিক কেনাকাটা, এভিওথিক আরতিস্ট্রি ও হাওয়াই মিঠাই।  

এছাড়াও অনুষ্ঠানটির প্রিমিয়াম পার্টনার হিসেবে রয়েছে এসিআই মটরস ও ওসমিয়াম। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সবুজবাংলাদেশ২৪ডটকম।

সংগঠনটির সাধারণ সম্পাদক নুবাহ নাশিতা ফারিহাত বলেন, জুন মাসের রোদ্দুর সমাচারের পর আবারো টিম উৎসব নিয়ে আসছে নবারুণে নবান্ন ১৪৩১। এই অনুষ্ঠানে থাকছে কৃষক র‍্যালি, ফটো এবং আর্ট এক্সিবিশন। এছাড়াও সাংস্কৃতিক আয়োজন ও গ্রামীণ খেলার সাথে ক্ষুদে চালের ভাতের আয়োজনও রয়েছে।
নবীনতর পূর্বতন