নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের সাথে নোসক সাংবাদিক সমিতি'র সৌজন্যে সাক্ষাৎ

নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের সাথে নোসক সাংবাদিক সমিতি'র নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

আব্দুর রহিম নোসক প্রতিনিধি: 
নোয়াখালী সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ ও নোসক সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর জাকির হোসেনের সাথে বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোসক সাংবাদিক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ নবাগত অধ্যক্ষকে ফুলেল শুভেচছা জানান। 

পরে অধ্যক্ষের কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রফেসর জাকির হোসেন, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, নোসক সাংবাদিক সমিতির যে কোন প্রয়োজনে তিনি সার্বিক সহযোগিতার চেষ্টা করবেন।  তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি মহৎকর্ম। সাংবাদিকদের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কাছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতির চিত্র ফুটে উঠে।  নোয়াখালী সরকারি কলেজ কর্তৃপক্ষ এমনকি আমি নিজেও কোন অনিয়ম করলে তা সুনির্দিষ্ট তথ্য প্রমান সহ তুলে ধরতে পারবে। এক্ষেত্রে কলেজ প্রশাসন কোন বাঁধা বা চাপ প্রয়োগ করবে না। কলেজের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, সফলতা এবং সমস্যা তুলে ধরতেও তিনি সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানি বলেন, নোয়াখালী সরকারি কলেজে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করছি, আমি ও আমার অফিসকে কাঁদা মুক্ত রাখা হবে। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ছানা উল্যাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক টিপু সুলতান, নোসক সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক শহিদ আলম, সদস্য সচিব মোঃ নূর হোসাইন, সদস্য আব্দুর রহিম, আকরাম উদ্দিন, সুমাইয়া আক্তার, মুজাহিদুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। 

সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব আদর্শ কলেজ ক্যাম্পাস গড়ে তুলতে অধ্যক্ষের অগ্রণী ভুমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীদের কল্যাণে ও কলেজের উন্নয়নে যে কোন কাজে কলেজ প্রশাসনকে সহযোগিতা করা হবে।  তবে কোন অনিয়মের সাথে নোসক সাংবাদিক সমিতি আপোষ করবে না।  

নবীনতর পূর্বতন