আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ

ববি প্রতিনিধি: ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে শুরু হওয়া মিছিলটি ভিসি ভবন থেকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা, গোলামি না রাজপথ, ভারতের আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও, আগরতলায় হামলা কেন, দিল্লি তুই জবাব দে’ প্রভৃতি স্লোগান দেন।

মিছিল শেষে শিক্ষার্থীরা গ্রাউন্ড ফ্লোরে সমাবেশে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের শিক্ষার্থী শামীম আহসান বলেন, ‘বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের তত্ত্বাবধানে ইসকন নামের উগ্রবাদী সংগঠনের মাধ্যমে ভারত বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদ কায়েমের চেষ্টা চালিয়েছে।’

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, ‘চাইলেই কোনো দেশ আমাদের দেশকে গ্রাস করতে পারবে না কারণ আমাদের দেশে এখনো একঝাঁক সচেতন তরুণ সমাজ জাগ্রত আছে। আমরা ছাত্রসমাজ কারো কাছে মাথা নত করি না। আমরা আপস জানি না, আমরা সংগ্রাম করতে জানি।’
নবীনতর পূর্বতন