কৃষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করল বাকৃবি

কৃষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করল বাকৃবি
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) "শীতকালীন সবজি বীজের জীবাণু সনাক্তকরণ, দমন ও সংরক্ষণ" বিষয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়েছে। এ কর্মসূচিতে মোট ২০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে ওই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এসময় অধ্যাপক গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিলসহ অন্যান্য আমন্ত্রিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন এই ট্রেনিংয়ের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে বছরব্যাপী আরো অধিক পরিমানে ট্রেনিংয়ের আয়োজন করার পরামর্শ দেন। অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল বীজের স্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ করে সীড প্যাথলজি সেন্টারের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন। 

নবীনতর পূর্বতন