ইবি প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ (USWAS) কর্তৃক আয়োজিত নবীনবরণ ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছরের মতো এবারও এই আয়োজনটি আয়োজন করা হয়। শনিবার (২৯ মার্চ) বিকাল ৩.০০ ঘটিকায় শিবগঞ্জ উপজেলার 'শহীদ হাফিজার রহমান মিলনায়তন' এ এই মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, সিরাজগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শাকিল উদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডা. মো. রাফিউল হাসান, মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক এ কে এম হাবিবুল্লাহ সিদ্দিকী, সরকারি কমিশনার মো. ইকরামুল হক নাহিদসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। এছাড়া, উপস্থিত ছিলেন সংগঠনের (ডিরেক্টর অব কো-অর্ডিনেশ) ঈশিতা আক্তার অর্থী, (ডিরেক্টর অব লিয়াজু) রাকিবুল ইসলাম রাহুল, (ডিরেক্টর অব ফাইন্যান্স) রাশেদুল ইসলাম রাসেল।
অনুষ্ঠানে অতিথিরা রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান এবং সংগঠনের সার্বিক উন্নতির জন্য একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন। তারা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং ভালোবাসা বাড়ানোর পরামর্শ দেন। এছাড়াও, সংগঠনের অতীতের কার্যক্রম যেমন বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, লিডারশিপ প্রশিক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় সংগঠনের সাফল্য তুলে ধরা হয়। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরো বিস্তৃত করার জন্য নতুন পরিকল্পনা আলোচনা করা হয়।
পরে, নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।