বেরোবিতে বেসিক কম্পিউটার লিটারেসি এবং ইংলিশ ল্যাংগুয়েজ কোর্সের উদ্বোধন

বেরোবিতে বেসিক কম্পিউটার লিটারেসি এবং ইংলিশ ল্যাংগুয়েজ কোর্সের উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শিক্ষার্থীদের জন্য বেসিক কম্পিউটার লিটারেসি এবং বেসিক ইংলিশ গ্রামার এন্ড স্পোকেন শীর্ষক দুটি ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার (০৪ ডিসেম্বর, ২০২৪) দুপুরে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জন আবশ্যক। এ ধরনের ইংরেজি চর্চা শিক্ষার্থীদের আইএলটিস ও টোফেলের ভালো প্রস্তুতি নিতে সহায়ক হবে। 

তিনি বলেন, জার্মানভিত্তিক আন্তর্জাতিক সাহায্য সংস্থা কিক ও জিআইজেড এর এই প্রকল্পের মাধ্যমে বেরোবির শিক্ষার্থীরা ভাষাগত ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে। পর্যায়ক্রমে ইংরেজির পাশাপাশি জার্মান ভাষাসহ অন্যান্য ভাষার কোর্স চালুর পরিকল্পনার কথাও জানান বেরোবি উপাচার্য। 

অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সাব্বীর আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন। এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
নবীনতর পূর্বতন