আবদুল্লাহ আল তৌহিদ, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন (চন্দন আনোয়ার) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। শুক্রবার সন্ধায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. তামজীদ হোসাইন চৌধুরী।
রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. তামজীদ হোসাইন চৌধুরী জানান, গত বুধবার (৪ডিসেম্বর) ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন (চন্দন আনোয়ার) বিভাগীয় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ পত্র জমা দেন। যা আমি বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয় বরাবর প্রেরণ করেছি৷
জানা যায়, এর আগে গত ২ ডিসেম্বর বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী প্রণয় বড়ুয়া কোন প্রকারের ক্লাস না করেও সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি বিগত ফ্যাসিবাদ সরকারের ছাত্র সংগঠন নোবিপ্রবি ছাত্রলীগ শাখার আব্দুল মালেক উকিল হলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার সকালে "রবীন্দ্র অধ্যয়নঃ কথা সাহিত্য ও প্রবন্ধ" বিষয়ে পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে অভিযুক্ত শিক্ষার্থী প্রণয় বড়ুয়া। এসময় শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাকে বিশেষ সুবিধা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার প্রতিবাদ জানিয়ে বিভাগীয় চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলেন।
পদত্যাগের বিষয়ে অধ্যাপক ড মো আনোয়ার হোসেন বলেন, ব্যক্তিগত কারণে আমি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। আমি একই সাথে বিভাগের শিক্ষক। সিনিয়র শিক্ষক হওয়ার কারণে বিভিন্ন দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি। এছাড়া আমি তো সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন। সেখানেও অনেক দায়িত্ব পালন করতে হবে।
ছাত্রলীগ কর্মীর পরীক্ষার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, প্রণয় বড়ুয়া তথ্য গোপন করে আমার কাছে এসে কান্নাকাটি করেছে। সে আমাকে বলে সে নির্দোষ। আমার কাছে অনেক বেশি অনুনয় বিনয় করেছে সে। তাই আমি তাকে পরীক্ষার অনুমতি দিয়েছিলাম। পরে আমি তার বিষয়ে বিস্তারিত খোজ খবর নেয়। এছাড়া আমি তথ্য গোপনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড মো ইসমাঈল স্যারকে অবহিত করেছিলাম।