অনলাইনে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় প্রয়োজনীয় প্রায় সব বিষয়ের তথ্য থাকায় ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে নিয়মিত ঢুঁ মারেন অনেকেই। বিশ্বজুড়ে বিনা মূল্যে নির্ভরযোগ্য তথ্যপ্রাপ্তির অন্যতম উৎস হিসেবে পরিচিত উইকিপিডিয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। উইকিপিডিয়ায় তথ্যের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি কার্যক্রমে বাজেট বরাদ্দের সমালোচনা করে সংস্থাটিতে অনুদান না দেওয়ার জন্য নিজের অনুসারীদের আহ্বানও জানিয়েছেন এই প্রযুক্তি উদ্যোক্তা।
সম্প্রতি ‘লিবস অব টিকটক’ নামের অ্যাকাউন্ট থেকে দেওয়া এক্স (সাবেক টুইটার) পোস্টের প্রতিক্রিয়ায় মাস্ক লিখেছেন, ‘তাদের সম্পাদনার ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত উইকিপিডিয়াকে অনুদান দেওয়া বন্ধ করুন।’ ওই পোস্টে দাবি করা হয়, উইকিপিডিয়ার ২০২৩-২৪ অর্থবছরের ১৭ কোটি ৭০ লাখ ডলারের বাজেটের ২৯ শতাংশ বরাদ্দ করা হয়েছে ইকুইটি এবং সেফটি অ্যান্ড ইনক্লুশন কার্যক্রম পরিচালনার জন্য।
গত বছরের অক্টোবর মাসে ইলন মাস্ক উইকিপিডিয়াকে ১০০ কোটি ডলার অনুদান দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু অনুদান পেতে হলে উইকিপিডিয়ার নাম পরিবর্তন করে ‘ডিকিপিডিয়া’ নামকরণ করার শর্ত জুড়ে দেন তিনি। কিন্তু উইকিপিডিয়া পরিচালনাকারী প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন মাস্কের শর্তে রাজি হয়নি। তবে সম্প্রতি ‘ডোজ ডিজাইনার’ নামের অ্যাকাউন্ট থেকে দেওয়া এক্স পোস্টের প্রতিক্রিয়ায় উইকিপিডিয়াকে ১০০ কোটি ডলার অনুদান দেওয়ার প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন ইলন মাস্ক।
ইলন মাস্কের অভিযোগের প্রতিক্রিয়ায় উইকিমিডিয়া ফাউন্ডেশন নিজেদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ দাবি করে জানিয়েছে, ইকুইটির জন্য বরাদ্দ করা হয়েছে ৩১ দশমিক ২ মিলিয়ন ডলার, শতাংশের হিসাবে যা বাজেটের ১৭ দশমিক ৬ শতাংশ। সেফটি অ্যান্ড ইনক্লুশনের জন্য বরাদ্দ করা হয়েছে ২০ দশমিক ৫ মিলিয়ন ডলার বা ১১ দশমিক ৬ শতাংশ। বাজেটের সবচেয়ে বড় অংশ ৪৮ দশমিক ৭ শতাংশ বা ৮৬ দশমিক ১ মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে অবকাঠামো উন্নয়নে। আর ২২ দশমিক ২ শতাংশ বা ৩৯ দশমিক ২ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে উইকিপিডিয়ার কার্যক্রম উন্নয়নের জন্য।