রাবি প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় নাগরিক ও বিএসএফের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভারতকে সাবধান হয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন। আজ রাত ৮:৩০ মিনিটে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করেন।
প্রতিবাদ মিছিলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জোহা চত্বরে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীদের কণ্ঠে প্রতিধ্বনিত হতে থাকে—
"দিল্লি না ঢাকা? ঢাকা! ঢাকা!"
এই স্লোগানে মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
বিক্ষোভে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা জানান, দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে দেশের স্বার্থ রক্ষায় তারা যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।
এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে শিক্ষার্থীরা সরকারের প্রতি সীমান্ত নিরাপত্তা জোরদার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।