পাবিপ্রবি প্রেসক্লাবের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্টে শুরু

 
পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে ভূকল্প নিবেদিত ১ম অন্ত:ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্টে শুরু হয়েছে।
‎শনিবার ( ১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় ব্যাডমিন্টন টুর্নামেন্টেটি উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ড. মো. রাশেদুল হক, মো. গালিব হাসান। জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপ পরিচালক কাজী মো: আনিসুর রহমান, পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মো: জালাল উদ্দিন, পরিবহন পুলের সেকশন অফিসার মো: আবু ইউনুস। বাস চালক আব্দুর রহিম।
‎উদ্ভোধনের সময় ড. কামরুজ্জান খান বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন, বিভাগগুলো সময় নিয়ে নিয়ে খেলতেছে এটা খুব ভালো লাগছে। প্রেসক্লাবের সদস্যরা নিজেদের মধ্যে টুর্নামেন্টের আয়োজন করেছে। তোমাদের সফলতা কামনা করি। আশা করি এই ধারাবাহিকতা বজায় রেখে তোমরা সামনে এগিয়ে যাবে। 
‎এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক নাজমুল হুদা শিথিল, অর্থ সম্পাদক মিন শাহরিয়ার রহমান নিলয়, প্রচার সম্পাদক সাব্বির ইফতেকার সাকিব, কার্যকরী সদস্য এমরান হোসেন তানিম সহ অন্যান্যরা।
নবীনতর পূর্বতন