বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উদীচী বাকৃবি সংসদের ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মপুত্র নদের তীরে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পশু পালন অনুষদের গ্যালারিতে উদীচী বাকৃবি সংসদের প্রতিনিধিদের নিয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার। আরও উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক সারওয়ার কামাল রবিন, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আব্দুস সালাম রিপন, কেন্দ্রীয় সংসদের সদস্য ও নেত্রকোণা জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রাক্তন সহসভাপতি অধ্যাপক ড. আ খ ম গোলাম সারওয়ার এবং প্রাক্তন সহসভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল আলম। এ সময় উদীচী বাকৃবি সংসদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, ‘উদীচীর মূল কাজ হচ্ছে সুস্থ সংস্কৃতি চর্চা করা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করা। উদীচী শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করছেন।’