শীতকালীন ছুটি শেষে আজ খুলছে ববি

শীতকালীন ছুটি শেষে আজ খুলছে ববি

ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দীর্ঘ ১৪ দিনের শীতকালীন ছুটি শেষে আজ রবিবার ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে । বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 শীতকালীন ছুটি ও বড়দিন উপলক্ষে ২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত মোট ১৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। 

আজ রবিবার ( ৫ জানুয়ারি ) সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ ছুটি শেষে সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা নতুন উদ্যমে ক্লাসে যোগ দিচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আবারও প্রাণবন্ত হয়ে উঠেছে।

এদিকে, আবাসিক হলগুলোতেও গতকাল থেকেই শিক্ষার্থীদের ফেরার দৃশ্য দেখা গেছে। শীতের ছুটির স্মৃতি নিয়ে শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম ক্লাসে অংশগ্রহণ করছেন।
নবীনতর পূর্বতন