'আশরাফুল হক হলের ছাত্রদের মতামতের ভিত্তিতে বই কিনে হল লাইব্রেরি সাজানো হবে' - হল প্রভোস্ট

'আশরাফুল হক হলের ছাত্রদের মতামতের ভিত্তিতে বই কিনে হল লাইব্রেরি সাজানো হবে' - হল প্রভোস্ট
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া বলেছেন, 'হলের লাইব্রেরির জন্য ছাত্রদের মতামতের ভিত্তিতে বই কিনে লাইব্রেরি উন্নত করার চেষ্টা করবো। এছাড়াও আমরা হলের রুমগুলো সঠিকভাবে বন্টন করার চেষ্টা করছি। বর্তমানে ৬০ জন শিক্ষার্থী হলে আসন পেয়েছে। বর্তমানে অছাত্র সিনিয়রদের যারা আছেন তাদের অনুরোধ করবো নিয়ম মেনে আসন ছেড়ে দিতে। এতে করে সিট সংকটের সমস্যার সমাধান হবে'।

রবিবার (৫ জানুয়ারি) রাতে বাকৃবির আশরাফুল হক হলে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এমন বক্তব্য রাখেন ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া।

এসময় প্রভোস্ট আরো যোগ করেন, '৫ আগস্টের আগে যে গেস্টরুম বা র‍্যাগিং কালচার ছিল, তার পুনরাবৃত্তি ঠেকাতে হল প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো অবস্থাতেই এমন ঘটনা ঘটতে দেয়া হবে না।" 

হাউজ টিউটর লেকচারার জিকেশ বর্মনের সঞ্চালনায় এবং আশরাফুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির।

হল সূত্রে জানা যায়, এ বছর ওই হলে ছয়টি অনুষদের প্রায় ৬০জন শিক্ষার্থীকে আসন বরাদ্ধ দেওয়া হয়েছে। 

নবীনতর পূর্বতন