নতুন বছর হোক গবেষণা সম্মৃদ্ধ ও ল্যাব সংকট মুক্ত ক্যাম্পাস
- ফারহানা আফসার মৌরী,
ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ, সেশন: ২০১৯-২০
নতুন শব্দের মাধুর্য কতটুকু প্রখর তা নতুন বছর আসলেই বুঝা যায়। কেননা, প্রতিটি নতুন বছরই আসে আশার আলো নিয়ে, যা আমাদের নতুন ছন্দে পথ চলতে উদ্বুদ্ধ করে। নতুন বছরটি যেন আমাদের জন্য আনন্দ ও সুখের বার্তা নিয়ে আসে এ প্রত্যাশাই সকলের মাঝে বিরাজ করে। বিগত বছরের সব খারাপ স্মৃতি মুছে ফেলে, নতুন উদ্দীপনায় এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে শুরু হয় নতুন আরেকটি বছর। নিজের জীবনের পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিও প্রতিটি শিক্ষার্থীর একটি প্রত্যাশা থাকে। সেক্ষেত্রে যেহেতু বিশ্ববিদ্যালয় তৈরি হয় উচ্চশিক্ষার লক্ষ্যে, সেখানে শিক্ষার্থীদের হাজার হাজার প্রত্যাশা থাকে। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি ভরসার জায়গা। তবে এখানে গবেষণার জন্য পর্যাপ্ত পরিমাণ সুবিধা নেই। পাশাপাশি ল্যাব ডিপেন্ডেন্ট বিভাগগুলোতে ল্যাব থাকলেও ল্যাবের তেমন কোনো উন্নয়ন নেই। শিক্ষার্থীদের কে গবেষণায় উদ্বুদ্ধ করতে ল্যাবে কাজ করার পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকাটা অনেক বেশি জরুরি। নতুন বছরে যেনো বরিশাল বিশ্ববিদ্যালয়ে ল্যাব ফ্যাসিলিটি এবং গবেষণার হার বাড়ানো হয়, এ প্রত্যাশাই থাকবে।
নতুন বছর নিয়ে আসুক অবকাঠামোগত উন্নয়ন
- হালিমা খাতুন কেয়া,
ইংরেজি বিভাগ, সেশন : ২০২৩-২৪
"স্বপ্ন তুমি দাঁড়াও ঘুরে
সিংহদুয়ার তৈরি করে"
নতুন তুমি, নতুন আমি, নতুন এই দৃষ্টি যেন তীক্ষ্ণ তীরের মত কাশফুলের কন্যা, বিশ্ববিদ্যালয়কে অপলক দৃষ্টিতে আবিষ্কার করে।আমার বিশ্ববিদ্যালয়, প্রকৃতির মাঝে একটুকরো জ্ঞানের পরিধি। এক টুকরোকে বিস্তারিত করে আমাদের ক্লাস রুমের সংখ্যা বাড়ানো জরুরি।আমরা ইতিমধ্যেই একটা হলের টাইলসের রাস্তা দেখে মহিমান্বিত। এইভাবে এগিয়ে যাক, ছাপিয়ে যাক আলো সজ্জিত ক্যাম্পাসে। আমি নতুন, নতুন বছরে নতুনত্বের ছোঁয়া পেতে চাই। আমি আমার বিশ্ববিদ্যালয়কে পিচ ঢালা পথে কৃষ্ণচূড়া কুড়াতে চাই। গবেষণার সব সুযোগ সুবিধা হাতের নাগালে আসুক বয়ে নিয়ে যাক নতুনত্বে, হয়ে উঠি যেন দক্ষ গবেষক। পর্যাপ্ত আবাসন তখনই সম্ভব যখন ৫৩ একর ১৫০ একরে ভরে উঠবে। সম্ভাবনার বীজ কতটুকু বপন হবে সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদক্ষেপের উপর নির্ভরশীল। তবে, সব সমস্যার সমাধান হোক নতুনত্বের স্বাদে। আকুল আবেদন যেন আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়, স্বপ্নের ধারাতেই এগিয়ে যায়।
নতুন বছর যেন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ হয়ে আসে
- হাবিবা রহমান,
মার্কেটিং বিভাগ, সেশন :২০২২-২৩
২০২৫ সাল বিপ্লবী শিক্ষার্থীদের কাছে এক নতুন সম্ভাবনার বছর। ২০২৪ সাল বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বছর ছিল। রাজনৈতিক, সামাজিক নানা ঘাত-প্রতিঘাতে ও বিভিন্ন সংকটে কেটে গেছে ২০২৪। তাই নতুন বছরের সব সংকট ও সমস্যা নিরসন করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চাই একজন বিপ্লবী শিক্ষার্থী হিসেবে।
বরিশাল বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম নবীন পাবলিক বিশ্ববিদ্যালয় হলেও এখনে এখনো অনেক অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন। বর্তমান প্রশাসন কিছু ইতিবাচক উদ্যোগ নিলেও শিক্ষার্থীদের প্রত্যাশা আরো অনেক বেশি। শিক্ষার্থীদের প্রত্যাশা অনুসারে সেগুলো খুবই স্বল্প।
একজন ববিয়ান হিসেবে আমি আমার ক্যাম্পাস নিয়ে গর্বিত কিন্তু প্রতিনিয়তই চলার পথে এখানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
বিশ্ববিদ্যালয়ের গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ এবং শিক্ষকদের প্রশিক্ষণের মান উন্নয়ন খুবই জরুরী। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা ও পরিবহন সমস্যা গুলোর দ্রুত সমাধান প্রয়োজন। পরিবহন খাতে অব্যবস্থাপনা চোখে পড়ার মতো। যাতায়াতে শিক্ষার্থীরা বেশি ভোগান্তির শিকার হয়। এখানে বাসের সংখ্যা খুবই নগণ্য। প্রতিনিয়তই সকল শিক্ষার্থীরা এই ভোগান্তির শিকার হচ্ছে। এছাড়াও ছাত্রীদের জন্য পর্যাপ্ত আবাসান সুবিধা নেই। গত এক বছরে আমি নিজেও চেষ্টা করে হলে সিট পাইনি। ক্লাসরুম, লাইব্রেরী এবং রিডিং রুমের অপর্যাপ্ততা নিত্যনৈমিত্তিক চিত্র।
আমি আশা করি নতুন বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের স্বপ্ন ও প্রত্যাশা গুলো পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। নতুন বছরটি যেন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ হয়ে আসে। তারা তাদের লক্ষ্য পূরণের পথে যে বাধা আছে তা থেকে যেন পরিত্রাণ পায় এবং লক্ষ্য পূরণে বাধাহীনভাবে যেন এগিয়ে যেতে পারে।
শেখার পরিবেশ হোক আরও উন্নত
- তিথী রানি শীল,
ইংরেজি বিভাগ, সেশন :২০২৩-২৪
বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, এবং বুদ্ধিবৃত্তিক উন্নয়নের জন্য অপরিহার্য। বর্তমান সময়ের শিক্ষা কেবল পুঁথিগত জ্ঞান অর্জনে সীমাবদ্ধ নয়, বরং এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা, এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যম। একজন নতুন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে কিছু প্রস্তাব রাখছি।
প্রথমত, শ্রেণীকক্ষগুলো যেন যথাযথ পরিস্কার-পরিচ্ছন্ন, পর্যাপ্ত আলো-বাতাসযুক্ত, এবং মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন হয়। এতে শিক্ষার্থীরা আরও মনোযোগী হয়ে শিক্ষায় মনোযোগ দিতে পারবে। মেয়েদের জন্য স্বাস্থ্যসম্মত বাথরুমের ব্যবস্থা অত্যন্ত জরুরি, যা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা উচিত। শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক উন্নতির জন্য সাংস্কৃতিক চর্চার উন্মুক্ত পরিবেশ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে সুস্বাদু, পুষ্টিকর এবং সাশ্রয়ী মূল্যের খাবার নিশ্চিত করা দরকার। শিক্ষার মান বৃদ্ধির জন্য একটি সমৃদ্ধ লাইব্রেরি ও ডিজিটাল রিসোর্স সেন্টার খুবই জরুরি। একইসঙ্গে, শিক্ষার্থীদের বিশ্রামের জন্য আরামদায়ক একটি কমন রুম থাকা প্রয়োজন। গবেষণা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় গবেষণা ল্যাব, যন্ত্রপাতি এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করা উচিত।
কারিগরি শিক্ষার ব্যবস্থা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং আর্থিক সহায়তার ব্যবস্থা থাকতে হবে, যাতে প্রতিভাবান শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে পারে। হলের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, পানীয় জল সরবরাহ নিশ্চিত করা, এবং পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া অবশ্যই প্রয়োজন।
ছাত্রসংগঠনগুলোর নৈতিক দায়িত্ব হলো শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা এবং দলীয় রাজনীতি এড়িয়ে শিক্ষার পরিবেশ উন্নত রাখা। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ছাত্রসংগঠনগুলো যদি শিক্ষার্থীদের প্রকৃত সমস্যাগুলোর সমাধানে ভূমিকা পালন করে, তাহলে তা সবার জন্য মঙ্গলজনক হবে।
বিশ্ববিদ্যালয়ে এসব পরিবর্তন এবং উন্নয়ন নিশ্চিত হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন আরও ফলপ্রসূ হবে। কর্তৃপক্ষের কাছে এই দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানাই।
নতুন বছর হোক নতুন সম্ভবনার
- তাসমিয়া রিতু,
বাংলা বিভাগ, সেশন :২০২২-২৩
নতুন বছরে আসে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা নিয়ে । নতুন বছরের প্রতিটি মুহূর্ত শিক্ষার্থীদের জন্য নবীন সম্ভাবনার দ্বার উন্মোচন করে, যা তাদের একাডেমিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনকে আরও সমৃদ্ধ ও উন্নত করার সুযোগ এনে দেয়। তারা সেই সুযোগগুলোকে সদ্ব্যবহারের মাধ্যমে নিজেদের জীবনকে নতুন মাত্রায় পৌঁছানোর প্রত্যাশা করেন। নতুন বছরে আমাদের চাওয়া পর্যাপ্ত একাডেমিক বিল্ডিং ,পর্যাপ্ত ক্লাস রুম আর শিক্ষক, যা শিখার পরিবেশকে দিবে নতুন সম্ভবনা।