নোয়াখালী সরকারি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ফরম ফিলাপ নিয়ে ক্ষোভ

নোয়াখালী সরকারি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ফরম ফিলাপ নিয়ে ক্ষোভ

আব্দুর রহিম, নোয়াখালী প্রতিনিধি:  জাতীয় বিশ্ববিদ্যালয় জুলাই মাসেই ডিগ্রি ৩য় বর্ষের ফরম ফিলাপের নোটিশ প্রকাশ করেছে। কিন্তু নির্ধারিত সময়সীমার শেষ মুহূর্ত ঘনিয়ে এলেও নোয়াখালী সরকারি কলেজ থেকে এখনো পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করা হয়নি। এতে চরম অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৬ আগস্ট) রাত ৮টায় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন নিজের ফেসবুক ওয়ালে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার এই পোস্টের সঙ্গে সহমত পোষণ করেছেন আরও অনেক শিক্ষার্থী। তারা অভিযোগ করেন, “ডিগ্রি শিক্ষার্থীদের প্রতি এ অবহেলা নতুন কিছু নয়। বছরের পর বছর আমাদেরকে অবহেলার শিকার হতে হচ্ছে।”

শিক্ষার্থীরা জানান, পড়াশোনার পাশাপাশি অনেকেই চাকরি বা বিভিন্ন কাজে যুক্ত। এমন পরিস্থিতিতে হঠাৎ করে মাত্র ১-২ দিনের মধ্যে ছুটি ম্যানেজ করা, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা এবং প্রায় পাঁচ হাজার টাকা জোগাড় করা তাদের জন্য ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায়। অথচ বোর্ড থেকে এক মাস আগে নোটিশ প্রকাশিত হলেও কলেজ প্রশাসন তা শিক্ষার্থীদের অবহিত করেনি।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ প্রশাসনের এই গড়িমসি তাদের চরম মানসিক চাপে ফেলছে। নোটিশ প্রকাশে দেরি হওয়ায় তারা জানেন না ঠিক কবে ফরম ফিলাপ শুরু হবে বা কীভাবে তা সম্পন্ন করবেন। এর ফলে পড়াশোনার পাশাপাশি পারিবারিক ও আর্থিক অবস্থাতেও চাপ তৈরি হচ্ছে।

দ্রুত সমাধানের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন—
কলেজ প্রশাসনের দ্রুত পদক্ষেপ নিতে হবে।
ডিগ্রি শিক্ষার্থীদের প্রতি অবহেলা বন্ধ করতে হবে।
শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

“ডিগ্রি অবহেলা থেকে মুক্তি চাই”—এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের প্রতি জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন।

নবীনতর পূর্বতন