‘অসমাপ্ত আত্মজীবনী’ সংকলন করে আইজিপির পদ পান জাবেদ পাটোয়ারী

‘অসমাপ্ত আত্মজীবনী’ সংকলন করে আইজিপির পদ পান জাবেদ পাটোয়ারী

শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে নতুন করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪- এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বইটি সংকলনের মাধ্যমে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী সুবিধা পান এবং এর সঙ্গে জড়িত অন্যরা ফ্ল্যাট ও অর্থসহ নানা পুরস্কার লাভ করেন।

প্রতিবেদনে বলা হয়, পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর একাধিক নথিতে উল্লেখ রয়েছে যে, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর নেতৃত্বে প্রায় ১২৩ জন সদস্য বইটি প্রস্তুত করেন। সেই সময়ে তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধান ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৮ সালে এর ধারাবাহিকতায় তিনি আইজিপি পদে নিয়োগ পান।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, বই প্রস্তুতে জড়িত সদস্যরা রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা ও মিরপুর এলাকায় কোটি টাকার ফ্ল্যাট এবং নগদ অর্থ পান। এ কাজে সরাসরি তত্ত্বাবধান করেছেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান চ্যানেলটিকে বলেন, “দুর্নীতি করেছেন জাবেদ পাটোয়ারী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচিত এ নিয়ে অনুসন্ধান করা।” তিনি আরও জানান, “রাষ্ট্রীয় ক্ষমতা ও তহবিল ব্যবহার করে যদি কেউ নিজে বা অন্যকে লাভবান করেন, তবে তা দুর্নীতির শামিল।”

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বই-সংক্রান্ত এসবি’র কিছু নথি পরবর্তীতে গায়েব হয়ে গেছে। সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, “যেহেতু এমন অভিযোগ উঠেছে, বিষয়টি অনুসন্ধান হওয়া দরকার।”

এ বিষয়ে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে জানানো হয়, সৌদি আরব থেকে রাষ্ট্রদূতের পদ থেকে অপসারণের পর তিনি যুক্তরাষ্ট্রে গেছেন।

এ ছাড়া প্রতিবেদনে সাবেক পুলিশ প্রধান চৌধুরী মামুনের একটি জবানবন্দির উল্লেখ করা হয়, যেখানে দাবি করা হয় ২০১৮ সালের নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্তে ভূমিকা রেখেছিলেন জাবেদ পাটোয়ারী।
নবীনতর পূর্বতন