খুলনা বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতির নেতৃত্বে আলী কদর ও মুসলিম

খুলনা বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতির নেতৃত্বে আলী কদর ও মুসলিম

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খুলনা বিভাগীয় শিক্ষার্থীদের সংগঠন ‘খুলনা বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতি’-এর নতুন কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সংগঠনটির উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। 

নতুন কমিটির সভাপতি আলী কদর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া মুসলিম ইবনে রবি, ফিশারিজ বিভাগে অধ্যয়নরত।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে সহ-সভাপতি হিসেবে মো. আতিকুর রহমান (ইইই), মোঃ শাহিন আলম (ব্যবস্থাপনা) ও ফাহিম হোসেন (সমাজকর্ম) এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে ফায়জুর রহমান ফাহিমকে (সিএসই) মনোনীত করা হয়েছে। 

কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন— অর্থ সম্পাদক আল শাহরিয়ার রোকন (ফিশারিজ), দপ্তর সম্পাদক মিরাজ হোসেন (গণিত), প্রচার সম্পাদক হিমেল সরদার (সিএসই), সহ-প্রচার সম্পাদক আশানুর রহমান (ব্যবস্থাপনা), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেবব্রত কুমার কর্মকার (সিএসই), সম্পর্ক উন্নয়ন বিষয়ক সম্পাদক শাহরিয়ার সাকিব (ব্যবস্থাপনা), ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া পারভীন (সমাজকর্ম), সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাবিলা তাসনিম (ভূতত্ত্ব)৷ 

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে তানভীর রেজা (ফিশারিজ), বি. এম. খালিদ হাসান (সিএসই), কামরান হোসেন (গণিত), মো. হাবিবুর রহমান (গণিত), সাদমান ফারাবী মুহিত (সিএসই), তাসনিম ইউসরা (ফিশারিজ ), পল্লব বিশ্বাস (ফিশারিজ ), মো. আব্দুল্লাহ আল শাফী (ফিশারিজ ), মোঃ আবু নাঈম (ইইই) রয়েছে।

খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসাইন সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। 

সংগঠনের নবনির্বাচিত সভাপতি আলী কদর বলেন, "খুলনা বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতি মূলত এক মিলনমেলা। যেহেতু আমরা দূরবর্তী অঞ্চল থেকে আগত, আমাদের পারস্পারিক খোঁজ খবর, সেতু বন্ধন হিসেবে কাজ করবে এই সমিতি৷ এছাড়াও খুলনা বিভাগের ঐতিহ্য ধারণ ও অভ্যন্তরীণ সুসম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের সংগঠনটি।"

সাধারণ সম্পাদক মুসলিম ইবনে রবি বলেন," অঞ্চলভেদে মানুষের চিন্তাধারা ও সাংস্কৃতিক বৈচিত্র দেখা যায়। খুলনা থেকে ৪শত কিলো দূরত্বে, জামালপুরে নিজ অঞ্চলের মানুষের সাক্ষাৎ পেলে, বিপদে-আপদে পাশে থাকতে পারলে, অন্তর-আত্নায় পরম আনন্দ অনুভূত হয়। আমাদের এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য একতা ও সহযোগিতা।"

নবীনতর পূর্বতন