নারীর সাহসীকতার গল্প নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার

নারীর সাহসীকতার গল্প নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নারীর আত্মবিশ্বাস ও দৃঢ়তা নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ কর্তৃক আয়োজিত হলো বিশেষ সেমিনার। “ডেয়ার টু ড্রিম: ইন্সপায়ারিং কনফিডেন্স এন্ড রেজিলিয়েন্স ইন ওমেন” শীর্ষক সেমিনারে অতিথি বক্তা ছিলেন জনাব সোনিয়া রাজ্জাক, যিনি যুক্তরাষ্ট্রভিত্তিক মাইকেলম্যান ইনকরপোরেটেডের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন। সেমিনারে উপস্থিত ছিলেন খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিক স্কলার ও অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এছাড়া মার্কেটিং বিভাগের প্রভাষক জনাব কুমার বিশ্বজিৎ সাহা, জনাব মাহমুদা আক্তার এবং সুমনা আক্তার সুমি উপস্থিত ছিলেন।

অতিধি বক্তা সোনিয়া রাজ্জাক বলেন, “একজন নারী যখন নিজেকে বিশ্বাস করতে শুরু করে, তখন সমাজের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়। সাহস ও আত্মবিশ্বাসই নারীর প্রকৃত শক্তি।” 
তিনি আরও বলেন, “কর্মক্ষেত্রে নারীদের অবস্থান শক্তিশালী করতে হলে শিক্ষার পাশাপাশি আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে। সংকটময় পরিস্থিতিতে সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারলেই নারীরা নিজ নিজ ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারবে।”

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন বলেন, “নারীদের ক্ষমতায়ন এবং নেতৃত্ব বিকাশে আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোনিয়া রাজ্জাকের মতো একজন সফল নারীর জীবন থেকে শিক্ষার্থীরা দারুণ অনুপ্রেরণা পাবে। আমাদের শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল এবং সাহসী হয়ে গড়ে ওঠার জন্য এ ধরনের আলোচনা অত্যন্ত প্রয়োজন।”

সেশনে শিক্ষার্থীরা নারীর অধিকার, কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ ও নেতৃত্বের বিষয় নিয়ে প্রশ্ন করেন। সোনিয়া রাজ্জাক তার অভিজ্ঞতা দিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন এবং আত্মবিশ্বাস গড়ে তোলার পরামর্শ দেন।
অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের প্রভাষকরা ছাড়াও বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ করেন।
নবীনতর পূর্বতন