আব্দুল্লাহ আল তৌহিদ, নোবিপ্রবি প্রতিনিধি: বুধবার (২৯ জানুয়ারি, ২০২৪) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে "মুট কোর্ট সোসাইটি"। আইন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক জনাব জামশেদুল ইসলামের স্বাক্ষরিত একটি নোটিশে এ আদেশ দেয়া হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাসির এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়েছে একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া রিয়াকে। এই কমিটি আগামী এক বছর কার্যকর থাকবে।
কমিটির আইন বিভাগের অন্যান্য সদস্যদের মধ্যে সহ সভাপতি হিসেবে আছেন মাহিন চৌধুরী ও অর্পিতা দাশ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন সায়মা জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হক । কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফয়েজ উল্লাহ। অফিস সম্পাদক হিসেবে আছেন মারুফ বিন হাবিব , প্রকাশনা সম্পাদক নুর - ই - তাহা। এছাড়াও, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে আছেন রাশেদুর রহমান সেজান।
সভাপতি মো নাসির বলেন, দেশীয় ও আন্ত্জাতিক অঙ্গনে আইন সংক্রান্ত বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে মুলত "মুট কোর্ট সোসাইটি" কাজ করে। আইনের শিক্ষার্থীদের জন্য একটি আন্তর্জাতিক ডিবেট (তবে পুরোপুরি ডিবেট নয়) প্রতিযোগিতার নাম হচ্ছে " Philip Jessep" যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নোবিপ্রবি এর শিক্ষার্থীদের বিশ্ব মুট কম্পিটিশন এ নিয়ে যাওয়া। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশকে প্রতিনিধিত্ব করাই আমাদের মূল লক্ষ্য। "
সেক্রেটারি সাদিয়া রিয়া বলেন, আমাদের মূল কাজ হচ্ছে, আন্তঃবিশ্ববিদ্যালয় ও জাতীয়-আন্তর্জাতিক ম্যুট কোর্ট প্রতিযোগিতায় দল পাঠানোর ব্যবস্থা করা। বার্ষিক ম্যুট কোর্ট প্রতিযোগিতা, ট্রেনিং সেশন ও সেমিনার আয়োজন করা। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে
সদস্যদের গবেষণা ও আইনি লেখালেখির জন্য উৎসাহিত করা। মক ট্রায়াল ও ওয়ার্কশপ আয়োজন করা, যেখানে ছাত্ররা আদালতের অভিজ্ঞতা পাবে। সিনিয়র আইনজীবী ও বিচারকদের সঙ্গে শিক্ষার্থীদের সংযুক্ত করার উদ্যোগ নেওয়া। এছাড়াও নেটওয়ার্কিং ও আন্তর্জাতিক সংযোগ এর ক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ম্যুট কোর্ট সোসাইটির সাথে পারস্পরিক সহযোগিতার উদ্যোগ নেওয়া । আন্তর্জাতিক ম্যুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা।"
উক্ত কমিটিকে আগামী একমাসের মধ্যে ক্লাব পরিচালনা ও রূপরেখা আগামী এক মাসের মধ্যে জমা দেয়ার জন্য বলা হয়েছে।
আইন সংক্রান্ত বিভিন্ন বিভিন্ন সমস্যা ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয়গুলো নিয়ে এই ক্লাব কাজ করে। মূলত আইন বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন আইন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কাজ করবে মুট কোর্ট সোসাইটি ক্লাব।