ইয়াসির আরাফাত, জাবিপ্রবি প্রতিনিধিঃ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় রচনা প্রতিযোগিতা এবং বিকেল ৪ টায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন উপস্থিত নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ছাত্রদল কর্মী রেশান চৌধুরী জিন্নাত বলেন, “কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমাদের এই প্রোগ্রামে শিক্ষার্থীদের উপস্থিতিতে আমাদের এ রচনা প্রতিযোগিতা। রচনা প্রতিযোগিতা মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান,স্বাধীনতার ঘোষনার ইতিহাস এবং বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা এবং গনতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে যা বিগত দিনে আওয়ামী ফ্যাসিষ্ট সরকার ইতিহাস বিকৃত করে রেখেছিল।”
ছাত্রদল কর্মী শাখাওয়াত হোসেন জিকু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে আমরা এই তরুণ ছাত্র সমাজকে বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য উদ্ধুদ্ধ করছি৷ আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবিস্বরণীয় অবদানের পাশাপাশি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তীতে দেশকে নেতৃত্ব দিয়ে একটি স্বনির্ভর দেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যার নামটি ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই নামটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন তরুণ প্রজন্মের কাছ থেকে আড়াল করে রেখেছিল। আমরা চেষ্টা করছি এই রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম কিছুটা হলেও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানতে পারবে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল রচনা প্রতিযোগিতার, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি।”
ছাত্রদল কর্মী এসএম ইফতে খায়রুল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর আদর্শ, রাষ্ট্রচিন্তা এবং উন্নয়ন ভাবনা আমাদের জাতীয় অগ্রগতির পথপ্রদর্শক। তাঁর কর্ম ও ত্যাগ সম্পর্কে বর্তমান প্রজন্মের জানা অত্যন্ত জরুরি। আজকের রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শহীদ জিয়াউর রহমানের জীবনের নানা দিক সম্পর্কে জানতে পেরেছে, যা তাদের ভবিষ্যৎ চিন্তা ও কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে। তরুণ প্রজন্মের হাত ধরে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, উন্নত এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় উপস্থিত ছিল ছাত্রদলের জাকিরুল ইসলাম জাকির, ইকরাম হোসেন, রোশান যীনাত, এস এম ইফতে খায়রুল, মোস্তাফিজুর রহমান, মারুফ মোরশেদ, শেখ মাহিন আল সৌরভ, এবং সাদ, দীপু, অনিক, নাহিদসহ ছাত্রদলের নেতাকর্মীরা৷
উল্লেখ্য, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলায় নিভৃতপল্লি বাগবাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তাঁর ডাক নাম কমল৷ বাংলাদেশ সূষ্টি ও বাংলাদেশী জাতীয়তাবাদ বির্নিমানে যার অবদান অবিস্বরনীয়৷