আব্দুর রহিম , নোসক প্রতিনিধি: নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকের হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। কলেজের সার্বিক পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে যৌথভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী শহর শাখার সেক্রেটারি মো. মাহবুব, নোসক শিবির সভাপতি মো. ইব্রাহিম এবং সেক্রেটারি মো. শুভ আহমেদ। সাক্ষাৎকালে শিবির নেতারা কলেজ প্রশাসনের কাছে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন এবং শিক্ষার মান উন্নয়নে সহযোগিতার হাত বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
নোসক শিবির সভাপতি মো. ইব্রাহিম বলেন, "নোয়াখালী সরকারি কলেজের উন্নয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় কলেজ প্রশাসনের পাশে থাকবে। শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশে শিক্ষা গ্রহণ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি আরও বলেন, "যদি কোনো দুষ্কৃতকারী শান্তিপূর্ণ ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, আমরা তাদের শক্ত হাতে প্রতিহত করব।"
তখন শিবির নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে তারা সবসময় সোচ্চার থাকবেন। শিক্ষার্থীদের জন্য কলেজে নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে শিবির নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
এ সময় অধ্যক্ষ প্রফেসর জাকের হোসেন বলেন, "কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত। ছাত্রশিবিরের পক্ষ থেকে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে প্রশাসন ও ছাত্রদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।"
সাক্ষাতে উভয় পক্ষই কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেন। কলেজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং কোনো অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে প্রশাসন ও ছাত্রশিবির একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
শিক্ষা ও সুশৃঙ্খল ক্যাম্পাস নিশ্চিত করতে এ ধরনের সৌজন্য সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।